Posts

Showing posts from August, 2017

আল্লাহ আমার প্রভু

কাজী নজরুল ইসলাম আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার নবী মোহাম্মদ, যাঁহার তারিফ জগৎময়। আমার কিসের শঙ্কা, কোরান আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়।। কালেমা আমার তাবিজ, তৌহিদ আমার মুর্শিদ, ঈমান আমার ধর্ম, হেলাল আমার খুর্শিদ। আল্লাহু আকবর; ধ্বনি আমার জেহাদ- বাণী? আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যেথায় রয়।। আরব মেসের চীন হিন্দ মুসলিম- জাহান মোর ভাই, কেহ নয় উচ্চ কেহ নীচ, এখানে সমান সবাই। এক দেহ এক দিল এক প্রান, আমীর ফকির এক সমান, এক তকবীরে উঠি জেগে, আমার হবেই হবে জয়।।