Posts

Showing posts from October, 2017

রক্তাম্বর ধারিণী মা

-কাজী নজরুল ইসলাম রক্তাম্বর পর মা একবার            জ্ব’লে পুড়ে যাক শ্বেত বসন; দেখি ঐ করে সাজে মা কেমন            বাজে তরবারি ঝনন্-ঝন্ । সিঁথির সিঁদুর মুছে ফেল মা গো,             জ্বাল সেথা জ্বাল কাল-চিতা । তোমার খডুগ-রক্ত হউক             স্রষ্টার বুকে লাল ফিতা । এলাকেশে তব দুলুক ঝঞ্ঝা             কাল বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্ গারে যেন             আহত বিশ্ব রক্ত-বান। নিঃশ্বাসে তব পেঁজা-তুলো সম            উড়ে যাক মা গো এই ভুবন। অসুর নাশিতে হউক বিষ্ণু-            চক্র মা তোর হেম কাঁকন। টুঁটি টিপে মারো অত্যাচারে মা...

খোকার সাধ

আমি হবো সকালবেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি । সূয্যিমামা জাগার আগে উঠবো আমি জেগে , ‘ হয়নি সকাল , ঘুমো এখন ’- মা বলবেন রেগে বলবো আমি , ‘ আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল - তাই বলে কি সকাল হবে নাকো ? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ? তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে ! ঊষা দিদির ওঠার আগে উঠবো পাহাড়চূড়ে , দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে , ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায় , বলবো আমি ‘ ভোর হলো যে , সাগর ছুটে আয় ! ঝরনা মাসি বলবে হাসি ’, ‘ খোকন এলি নাকি ?’ বলবো আমি নইকো খোকন , ঘুমজাগানো পাখি ! ফুলের বনে ফুল ফোটাবো , অন্ধকারে আলো , সূয্যিমামা বলবে উঠে , ‘ খোকন , ছিলে ভালো ?’ বলবো ‘ মামা , কথা কওয়ার নাইকো সময় আর , তোমার আলোর রথ চালিয়ে ভাঙো ঘুমের দ্বার । ’ রবির আগে চলবো আমি ঘুমভাঙা গান গেয়ে , জাগবে সাগর - পাহাড় - নদী , ঘুমের ছেলেমেয়ে !

এক আল্লাহ জিন্দাবাদ

কাজী নজরুল ইসলাম উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ; আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ। উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই; নিত্য মৃত্যু-ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই! ওরা মরিবেনা, যুদ্ব বাধিঁলে ওরা লুকাইবে কচুবনে, দন্তনখরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে। ওরা নির্জীব; জিব নাড়ে তবু শুধূ স্বার্থ ও লোভবশে, ওরা জিন, প্রেত, যজ্ঞ, উহারা লালসার পাঁকে মুখ ঘষে। মোরা বাংলার নব যৌবন,মৃত্যুর সাথে সন্তরী, উহাদের ভাবি মাছি পিপীলিকা, মারি না ক তাই দয়া করি। মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী, অবিশ্বাসীরাই শয়তানী-চেলা ভ্রান্ত-দ্রষ্টা ভুল-ভাষী। ওরা বলে, হবে নাস্তিক সব মানুষ, করিবে হানাহানি। মোরা বলি, হবে আস্তিক, হবে আল্লাহ মানুষে জানাজানি। উহারা চাহুক অশান্তি; মোরা চাহিব ক্ষমাও প্রেম তাহার, ভূতেরা চাহুক গোর ও শ্মশান, আমরা চাহিব গুলবাহার! আজি পশ্চিম পৃথিবীতে তাঁর ভীষণ শাস্তি হেরি মানব ফিরিবে ভোগের পথ ভয়ে, চাহিবে শান্তি কাম্য সব। হুতুম প্...