রক্তাম্বর ধারিণী মা
-কাজী নজরুল ইসলাম রক্তাম্বর পর মা একবার জ্ব’লে পুড়ে যাক শ্বেত বসন; দেখি ঐ করে সাজে মা কেমন বাজে তরবারি ঝনন্-ঝন্ । সিঁথির সিঁদুর মুছে ফেল মা গো, জ্বাল সেথা জ্বাল কাল-চিতা । তোমার খডুগ-রক্ত হউক স্রষ্টার বুকে লাল ফিতা । এলাকেশে তব দুলুক ঝঞ্ঝা কাল বৈশাখী ভীম তুফান, চরণ আঘাতে উদ্ গারে যেন আহত বিশ্ব রক্ত-বান। নিঃশ্বাসে তব পেঁজা-তুলো সম উড়ে যাক মা গো এই ভুবন। অসুর নাশিতে হউক বিষ্ণু- চক্র মা তোর হেম কাঁকন। টুঁটি টিপে মারো অত্যাচারে মা...